দেশ

জাতীয় প্রযুক্তি দিবসে বিজ্ঞানী ও গবেষকদের কুর্ণিশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞানী এবং গবেষকরা যে কোনও পরিস্থিতিতে এগিয়ে আসতে সর্বদা প্রস্তুত ৷ বিশেষ করে গত এক বছরে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা লাগাতার কাজ করে চলেছেন ৷ জাতীয় প্রযুক্তি দিবসে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে ১১ মে, আজকের দিনেই পরমাণু পরীক্ষা করেছিল ভারত ৷ সেই দিনটিকে স্মরণে রেখে আজকের দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয় ৷ বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের অবদান ও সাফল্যকে এই দিনটিতে উদযাপন করা হয় ৷ এ নিয়ে একটি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘জাতীয় প্রযুক্তি দিবসে, আমাদের বিজ্ঞানী এবং যাঁরা প্রযুক্তি নিয়ে আগ্রহী, তাঁদের সবার কঠোর পরিশ্রম এবং একগ্রতাকে কুর্ণিশ জানাই’’ ৷ এ দিন জাতীয় প্রযুক্তি দিবসে প্রধানমন্ত্রী বলেন, ‘‘১৯৯৮ সালের পোখরান পরীক্ষার সাফল্যের গর্ব আমাদের মনে আছে ৷ যা বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভারতের শক্তিকে বিশ্বের কাছে তুলে ধরেছিল’’ ৷