বিদেশ

ইজরায়েলের উপরে রকেট হামলা চালাল প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী, নিহত এক ভারতীয় মহিলা সহ ৩২

ইজরায়েলের উপরে হামলা চালাল প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। হামলার আগেই একটি বিবৃতিতে তারা দাবি করে, সব মিলিয়ে ২০০টির বেশির রকেট ছুঁড়ে হামলা চালাতে চলেছে তারা। এর মধ্যে তেল আভিভ শহরের দিকে ১১০টি এবং বিরশেভা শহরের দক্ষিণ দিকে ১০০টিরও বেশি রকেট ছোঁড়া হবে। গাজা ভূখণ্ডে ইজরায়েলি বায়ুসেনার এয়ার স্ট্রাইকের প্রতিশোধ নিতেই এই রকেট হামলা বলে জানিয়ে দেয় তারা।এই হামলাকে পরিষ্কার ভাবে ‘প্রতিশোধ’-এর তকমা দিচ্ছে হামাস। সোমবারই ইজরায়েলের হামলায় গাজার একেবারে কেন্দ্রে অবস্থিত একটি ৯ তলা বহুতল গুঁড়িয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িগুলিও। সেই হামলার বদলা নিতেই এবার রকেট হামলার পথ বেছে নিল হামাস। ইসরাইলের এই দুই শহরের বিরুদ্ধে এটাই এযাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে হামাস। সূত্রে জানা গিয়েছে, হামলায় ৩২ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, হামলায় নিহতদের মধ্যে কেরলের এক মহিলাও রয়েছেন বলে জানা যাচ্ছে। ওই ভারতীয় মহিলা কর্মসূত্রে ওখানে ছিলেন।