ভোট পরবর্তী হিংসা দেখতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কোচবিহার সফর নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে সাংবিধানিক প্রোটোকল স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, রাজ্য মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ ছাড়াই এভাবে জেলা সফর করতে পারেন না রাজ্যপাল । সেটাই প্রোটোকল । বুধবার রাজ্যপালকে চিঠি লিখে এ বিষয়ে আপত্তির কথা জানিয়েছেন তিনি। মমতার অভিযোগ, সরকারি ‘বিধি এবং রীতি’ ভেঙে একতরফা সিদ্ধান্ত নিয়ে শীতলকুচি-সহ কোচবিহারের বিভিন্ন স্থান পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর কপ্টারে চড়ে ভোট পরবর্তী হিংসা দেখতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সফরের তালিকায় রয়েছে শীতলকুচি সহ কোচবিহার জেলার বিভিন্ন স্থান। মুখ্যমন্ত্রীর কথায়, আমি আশা করব এ ধরনের ফিল্ড ভিজিটে যাওয়ার থেকে আপনি বিরত থাকবেন। মুখ্যমন্ত্রী পদে গত মেয়াদেও রাজ্যপালকে কয়েক দফায় চিঠি লিখেছিলেন মমতা। তাতে তিনি বলেছিলেন, রাজ্যপালের পদটি কেবলই একটি সাংবিধানিক আলঙ্কারিক পদ। মুখ্যমন্ত্রী হলেন নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁকে এড়িয়ে রাজ্যপাল যে ভাবে প্রশাসনের অফিসারদের নির্দেশ দিচ্ছেন তা ঠিক নয়। মুখ্যমন্ত্রী এদিনও বলেছেন, রাজ্যপালের যদি কিছু বলার থাকে তা হলে যেন তাঁকে বলেন। রাজ্যপাল এ ভাবে নিজের সিদ্ধান্তমতো সফরে গিয়ে যদি কোনও বিক্ষোভ বা বিপদে পড়েন তা হলে রাজ্য সরকার তার দায় রাজভবনের উপরেই চাপাবে। কারণ, নবান্ন তখন বলতে পারবে যে সরকার আগেই তাঁকে সতর্ক করেছিল।