দেশ বিদেশ

ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগমেই ভারতে করোনা বৃদ্ধির জন্য দায়ী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবার ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সরাসরি রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতের বর্তমান পরিস্থিতির কারণ খতিয়ে দেখতে গিয়ে তাঁরা জানতে পেরেছেন, ভারতে সংক্রমণ বৃদ্ধির অনেকগুলি কারণের মধ্যে অন্যতম হল বড় বড় রাজনৈতিক জনসভা এবং ধর্মীয় জমায়েত। বুধবার অতিমারির সাপ্তাহিক আপডেট দিতে গিয়ে হু জানিয়েছে, “ভারতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে হু দেখেছে যে, ভারতে কোভিড ১৯-এর বাড়-বাড়ন্তের জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে ৷ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগম, যেখানে সামাজিক মিশ্রণ খুবই বৃদ্ধি পায়, সেগুলিই কোভিডের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ ৷” তবে, এর পাশাপাশি দেশে কোভিডের অতি সংক্রামক স্ট্রেনের হামলাকেও সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই করোনার B.1.617 স্ট্রেনকে গোটা বিশ্বের জন্য বিপজ্জনক’ হিসেবে দেগে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁদের মতে ভারতে সংক্রমণ বৃদ্ধির জন্য এই মিউট্যান্ট B.1.617 স্ট্রেন এবং B.1.616 স্ট্রেন অনেকাংশে দায়ী।