দেশ

উত্তরপ্রদেশে বালিতে পোঁতা সারি সারি দেহ

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে নদীর জলে একের পর এক দেহ ভাসতে দেখা গিয়েছে। যে ঘটনায় শিউরে উঠেছেন সকলে। এবার গঙ্গার ধারে বালিতে পোঁতা একাধিক দেহের হদিশ মিলল। উত্তরপ্রদেশের উন্নাও জেলায় গঙ্গার ধারে বালিতে পোঁতা অবস্থায় একাধিক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। অধিকাংশ দেহই গেরুয়া কাপড়ে মোড়া রয়েছে। দেহগুলি করোনা আক্রান্তদের কিনা, এ নিয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। এই প্রসঙ্গে উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, কিছু লোক দেহ দাহ না করে নদীর ধারে বালিতে পুঁতে দেন। এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিন। অন্যান্য এলাকাতেও দেহের হদিশ মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এদিকে, বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে দেহ ভাসতে দেখা যায়। প্রাথমিকভাবে দুটি দেহ নদীতে ভেসে আসতে দেখা গেলেও স্থানীয়দের দাবি, ৪০-৫০টি দেহ তাঁরা দেখতে পেয়েছেন। করোনায় মৃত্যুর পর দেহ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।