জেলা

শীতলকুচিতে রাজ্যপালকে লক্ষ্য করে ‘গো- ব্যাক’ স্লোগান, দেখানো হল কালো পতাকাও, মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে আইসিকে ধমক ধনকড়ের

রাজ্যপালের প্রশাসনিক সফরে এক জন রাজনৈতিক ব্যক্তিত্ব ‘সঙ্গী’ হতে পারেন, উঠেছে প্রশ্ন

 কোচবিহারের শীতলকুচিতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে। এমনকী, কালো পতাকাও দেখানো হল রাজ্যপালকে। নির্বাচনের ফল বেরনোর পর থেকে গোটা রাজ্যের বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বলে বিরোধীদের তরফ থেকে বার বার অভিযোগ করা হচ্ছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতেই বৃহস্পতিবার শীতলকুচিতে হাজির হন ধনকড় । এমনকী, সেখানে যাওয়ার পথেই কালো পতাকা দেখার পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান শোনেন। গোটা রাস্তাতেই তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। একই সঙ্গে নিশীথকে পাশে রেখে রাজ্যপাল আঙুল উঁচিয়ে ধমকও দিয়েছেন দিনহাটার এসডিপিও অমিত বর্মা এবং দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তকে। সেই সময় নিশীথকে পুলিশের উদ্দেশে বলতে শোনা যায়, ”সব ক’টা অ্যান্টিসোশ্যাল। লাঠিচার্জ করুন।” পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর গাড়ি থেকে নেমে পড়েন রাজ্যপাল। পুলিশকে ধমক দিতে দেখা যায় তাঁকে। দিনহাটার এসডিপিও এবং আইসি-কে আঙুল উঁচিয়ে রাজ্যপাল বলেন, ”এটা সম্পূর্ণ ভাবে পুলিশের ব্যর্থতা। আপনার পুলিশের ব্যর্থতা। আপনার জানা উচিত ছিল, রাজ্যপাল কখন, কোথায় যাবেন।” তিনি আরও বলেন, ”এ রকম অব্যবস্থা দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। রাজ্যপালের গাড়ি আটকানোর সাহস হয় কী করে? আমি স্বপ্নেও ভাবিনি শাসন ব্যবস্থার এমন নগ্ন নাচ দেখব। সম্পূর্ণ ভেঙে পড়েছে এ রাজ্যের আইন ব্যবস্থা।” সব মিলিয়ে রাজ্যপালের কোচবিহার সফর তুমুল বিতর্কের কেন্দ্রে। প্রশাসনিক সফরে রাজ্যপাল জগদীপ ধনখড় কোচবিহার গিয়েছেন। কিন্তু সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কী ভাবে রাজ্যপালের প্রশাসনিক সফরে এক জন রাজনৈতিক ব্যক্তিত্ব ‘সঙ্গী’ হতে পারেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।