রাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৬ মে থেকে বন্ধ লোকাল ট্রেন। এই অবস্থায় বিভিন্ন জরুরি পরিষেবা সহ সরকারি-বেসরকারি অফিসে কর্মরতদের প্রধান ভরসা বাস এবং ফেরি। সেই সূত্রে শহর ও শহরতলির মানুষের যাত্রাকে আরও সুগম করতে উদ্যোগী হল পরিবহণ দপ্তর। জানা গিয়েছে আগামী ১৭ মে, সোমবার থেকে হুগলির তিনটি ভিন্ন জায়গা থেকে অতিরিক্ত ফেরি সার্ভিস চালু করবে পরিবহণ দপ্তর। সেগুলি হল— চন্দননগর-ফেয়ারলি, রিষড়া-ফেয়ারলি এবং উত্তরপাড়া-ফেয়ারলি। পাশাপাশি ১৭ তারিখ থেকেই কলকাতার বুকে একটি নতুন রুটে সরকারি বাস চালু হচ্ছে। সোনারপুর থেকে গোলপার্ক পর্যন্ত নতুন রুটে এই বাস চলবে। সকাল নটার সময় সোনারপুর স্টেশন থেকে সেই বাসটি ছাড়বে। বিকেল ৫টা ৪৫ মিনিটে গোলপার্ক মোড় থেকে সেটি ফের সোনারপুর স্টেশনে ফিরে যাবে। একইসঙ্গে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা একাধিক জেলায় বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধর্মতলা থেকে অতিরিক্ত বাস পরিষেবা আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে বলে পরিবহণ দপ্তর সূত্রে খবর।