আগামীকালই দিল্লির লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের রেখচিত্র আরও নামাতে ফের এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ল রাজধানীতে। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, আগামী ২৪ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল। তাঁর কথায়, লকডাউনের যে সুফল পাওয়া গিয়েছে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে তা আমরা হারাতে চাই না। তাই আরও এক সপ্তাহ লকডাউন জারি থাকবে। তিনি বলেছেন, যা যা বিধি ছিল সবই কার্যকর থাকবে। অর্থাত্ দিল্লিতে মেট্রো পরিষেবা সহ সবই বন্ধ থাকবে আরও এক সপ্তাহ। কেবল জরুরি পরিষেবা চলবে।