জেলা

লকডাউনের বিধি ভেঙে বিক্ষোভ দেখানোয় গ্রেপ্তার ৩ বিজেপি বিধায়ক‌

শিলিগুড়িতে বিজেপির ৩ বিধায়ককে আটক করল পুলিশ। শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি এবং আনন্দময় বর্মণকে আটক করেছে পুলিশ। শিলিগুড়ির হাসমিচক থেকে তাঁদেরকে আটক করে পুলিশ। বিজেপি বিধায়কদের অভিযোগ, করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ রাজ্য সরকার। রাজ্যের তরফে শিলিগুড়ি পুরসভায় নতুন প্রশাসক নিয়োগ করা হলেও তাঁরা কাজ করতে ব্যর্থ। শিলিগুড়ি পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মৃত্যুও হচ্ছে মানুষের। অথচ প্রশাসন নজর দিচ্ছে না। কোনও কাজ করছেন না নতুন পুর প্রশাসক গৌতম দেব। সাধারণ মানুষের থেকে চিকিত্‍সার নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে অথচ সুচিকিত্‍সা মিলছে না। মানুষ আমাদের জিতিয়েছেন তাই মানুষের স্বার্থে লড়াই চলবে। তাই আজকে বাধ্য হয়ে হাসমিচকে বিক্ষোভ অবস্থানে বসতে বাধ্য হয়েছি। অবস্থান বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে যান শিলিগুড়ি থানার আইসি। আইসিকে বিজেপির ৩ বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন তাঁরা বিক্ষোভ তুলবেন না। তখন বিজেপির ৩ বিধায়ককে আটক করে পুলিশ।