বিদেশ

গাজায় ক্ষেপণাস্ত্র হামলায় ধূলিসাত্‍ ১১ তলার আন্তর্জাতিক মিডিয়া সেন্টার

গাজা শহরে এয়ারস্ট্রাইক বেশি ক্ষণ সময় নয় চোখের পলকেই ধূলিসাত্‍ আন্তর্জাতিক মিডিয়া সেন্টার। সেই ভয়াবহতা বর্ণনা করেছেন এপি-র সাংবাদিক। তিনি বলেছেন, গত শুক্রবার উত্তর গাজায় তাঁর পরিবারের খামার নষ্ট করে দিয়েছে ইজরায়েলি সেনা। আর এবার তাঁর অফিসও ধ্বংস হয়ে গেল। সোমবার থেকে এই সংঘর্ষে ১৪৫ জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন। হামাস যখন পাল্টা ইজরায়েল লক্ষ্য করে রকেট ছুঁড়তে শুরু করল তারপর থেকে অবিরাম লড়াই চলছে। ইজরায়েলে আটজনের মৃত্যু হয়েছে। ওই সাংবাদিক বলছেন, তাঁর মতো আরও অনেক সাংবাদিক দৌড়ে বহুতলের নিচে এসে পড়েন। তারপর ইজরায়েলি বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান থেকে পরপর তিনটি মিসাইল ছুটে আসে বিল্ডিংয়ের দিকে। তার আগে ড্রোন থেকে এয়ারস্ট্রাইক করা হয়। আট মিনিটের মধ্যে বিমান হানার পর দেখলেন, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ১১ তলা বিল্ডিং। তারপর গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। আশে পাশের মানুষদের ঘরও ধুলোয় ঢেকে যায়। চোখের পলকে এতদিনের কর্মক্ষেত্রকে ধ্বংস হতে দেখে হতবাক হয়ে পড়েন তিনি।