কলকাতা

৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 ৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে নাটকীয়ভাবে ২ মন্ত্রী-সহ ৪ জনকে সিবিআই গ্রেফতার করার পর নিজাম প্যালেসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বেআইনিভাবে বিধায়ক, মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। আমাকেও গ্রেফতার করুন, নিজাম প্যালেসে গিয়ে সিবিআইকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। সিআরপিসির ৪১ নম্বর ধারায় নোটিস না দিয়ে কীভাবে গ্রেফতার? মহামারীর পরিস্থিতিতে দলবল নিয়ে তুলে আনা হয়েছে। ডিআইজি-সিবিআই অখিলেশ কুমার সিংহের কাছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।কোভিড পরিস্থিতিতে সিবিআইয়ের বিশেষ আদালতে চলে নারদাকাণ্ডের ভার্চুয়াল শুনানি। সেখানে ধৃতদের আইনজীবী তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,”পুরসভায় কোভিড পরিস্থিতি দেখছেন ফিরহাদ হাকিম। তাঁকে জামিন না দেওয়া হলে গোটা কলকাতা অসহায় হয়ে পড়বে। তাই এটা হতে পারে না।” রাজ্যপালের অনুমোদন দেওয়ার ক্ষমতা নেই বলে আদালতে জানান কল্যাণ। তাঁর ব্যাখ্যা, অনুমোদন দেওয়ার ক্ষমতা রাজ্যের। মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না? এক যাত্রায় পৃথক ফল কেন? প্রশ্ন তোলেন ধৃতদের আইনজীবী। জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী জানান, ধৃতরা বাইরে বেরিয়ে প্রমাণ লোপাট করতে পারেন। ওঁরা প্রভাবশালী। সাক্ষীকে প্রভাবিত করতে পারেন। আদালতে সওয়াল-জবাব শেষে নিজাম প্যালেস ছেড়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।