কলকাতা

হাইকোর্টে নারদ মামলায় চার নেতার জামিনে স্থগিতাদেশ, পরবর্তী শুনানি বুধবার !

 নারদ মামলায় রাজ্যের চার নেতার জামিনে স্থগিতাদেশ দিল হাইকোর্ট ৷ বুধবার মামলার পরবর্তী শুনানি ৷ অতএব আপাতত জেল হেফাজতে থাকতে হবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে ৷ রাতেই চারজনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে ৷আজ বিকেলে সিবিআই আদালতে জামিন মিললেও ফিরহাদ-সুব্রত-শোভন-মদনকে ছাড়েনি সিবিআই ৷ সিবিআইয়ের যুক্তি এই মুহূর্তে মামলা চলছে হাইকোর্টে ৷ হাইকোর্টের নির্দেশ ছাড়া হবে না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে ৷ আজ সন্ধ্যায় সিবিআই আদালতে জামিন মিললেও সঙ্গে সঙ্গে সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সিবিআই ৷ যে শুনানি হয় ভার্চুয়ালি ৷ শুনানিতে মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানায় সিবিআই ৷ যদিও ফিরহাদ হাকিমের আইনজীবী অনিন্দ্য রাউতের অভিযোগ, জামিনের পরেও অন্যায়ভাবে তৃণমূল নেতাদের আটকে রাখা হয়েছে ৷