কলকাতা পুজো

ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে মা-র জন্য রক্ত দান

কলকাতা, ঈশিতা উপাধ্যায়ঃ রক্তদান মহানদান। গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট এক মহান সমস্যা। রাজ্যবাসীকে সেই সঙ্কটমুক্ত করতে ‘ফোরাম ফর দুর্গোৎসব‘ আয়োজন করেছে এক বিশাল রক্তদান শিবির ‘মা-র জন্য রক্তদান‘। ‘ফোরাম ফর দুর্গোৎসব-এর উদ্যোগে গত দু’বছর ধরে এই মহান রক্তদানের আয়োজন হয়ে আসছে। রক্তদানের মতো সমাজসেবা সর্বদা সর্বত্রই প্রশংসনীয়। আগামীকাল ১৬জুন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তিলোত্তমার সবচেয়ে বড় রক্তদান শিবির মা-র জন্য রক্তদান-এর আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৯.৩০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই রক্তদান শিবির। যেহেতু এই সংগঠন মা দুর্গা-র পুজো আয়োজন করে থাকে তাই এই কর্মসূচি মায়ের উদ্দ্যেশেই সমর্পিত করেছেন ফোরাম। শহরের ৩৫০টি ক্লাবের সমন্বয়ে গঠিত ‘ফোরাম ফর দুর্গোৎসব‘। সারা বছর ধরেই ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করা হয়ে থাকে। তবে এই রক্তদানের আয়োজন সেই সব কর্মসূচিকে ছাপিয়ে যায়। উল্লেখ্য, গত বছরে এই রক্তদানে ১৫২৬ জন রক্তদাতা রক্তদান করেছিলেন। শহরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও প্রচুর মানুষ এই রক্তদান অনুষ্ঠানের মহাযজ্ঞে সামিল হন। কোনও উপহারের বদলে রক্তদান করায় বিশ্বাসী নন ফোরাম। তবুও শুধুমাত্র কৃতজ্ঞতা বোধ থেকেই প্রতি রক্তদাতার হাতে ফোরামের পক্ষ থেকে তুলে দেওয়া হয় পুজোর ভি আই পি পাস ও একটি করে চারা গাছ। যা এবছরেও দেওয়া হবে বলে জানা যাচ্ছে। রক্তদানের মতো দুরূহ কর্মসূচি সফল করতে সক্রিয় এবং প্রশংসনীয় ভূমিকা

ফাইল চিত্র

পালন করছেন কমিটির প্রত্যেক সদস্য। ফোরাম ফর দুর্গোৎসব-এর চেয়ারম্যান নীতিশ সাহা, সভাপতি কাজল সরকার, সহ-সভাপতি সন্দীপন ব্যানার্জী ও নির্মল মুখার্জী, জেনারল সেক্রেটরি শ্বাশত বসু,  যুগ্ম-সম্পাদক অঞ্জন উকিল, ট্রেসারর দেবাশীষ সেনগুপ্ত,  কালচারল সেক্রেটারি অমিতাভ রায় ও শ্যামল নাগ দাস, লিগ্যাল অ্যাডভাইজর প্রলয় রায় এবং সেই সঙ্গে পুজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সুদক্ষভাবে অনুষ্ঠানটি পরিচালনা করে থাকেন। এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্ক ও অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স, পশ্চিমবঙ্গ। দাতাদের রক্ত পাঠানো হবে ১২টি সরকারি  ব্লাড ব্যাঙ্কে। এ বছরে ফোরাম ২০০০ ইউনিট বা তার বেশি পরিমান রক্ত সংগ্রহ করতে পারবেন বলে আশাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী সুজিত বোস, শশী পাঁজা,  সাধন পান্ডে,  চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। এই মহতী কর্মকান্ডের জন্য ফোরাম ফর দুর্গোৎসব ও সমস্ত দুর্গা পুজো ক্লাব কমিটি সদস্যদের জানাই বঙ্গ-নিউজের টিমের পক্ষ থেকে কুর্ণিশ। আমরা গর্বিত আমাদের ২.৫০ লক্ষ দর্শকের কাছে এই মহতী কর্মকান্ডের (মা-র জন্য রক্তদান) বার্তা পৌঁছে দিতে পারার জন্য। বিশ্ব মাঝারে বিশ্ববাংলার দুর্গোৎসব শ্রেষ্ঠত্বের সিংহাসনে বিরাজমান হোক এই আমাদের প্রচেষ্টা।