বড়সড় সাইবার অপরাধের শিকার এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে এদিন জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে তাদের ডেটা প্রসেসর সিস্টেমে সাইবার অ্যাটাক হয়। এর ফলে ফাঁস হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের সমস্ত গোপন তথ্য। গত দশ বছরে যাঁরা যাঁরা এয়ার ইন্ডিয়া বিমানে যাতায়াত করেছেন তাঁদের ক্রেডিট কার্ড, পাসপোর্ট থেকে শুরু করে ফোন নম্বর, সবকিছুই এখন রয়েছে সাইবার অপরাধীদের হাতের মুঠোয়। অন্তত ৪৫ লক্ষ মানুষকে এর ফলে বিপদে পড়তে হতে পারে বলে জানিয়েছে সংস্থা। ২০১১ সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের বিপুল তথ্য ফাঁস হয়েছে।