ইতিমধ্যেই হরিদেবপুরের এক যুবতী ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে মারা গেছেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এরপরই এই কালো ছত্রাক মোকাবিলায় ২০ সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন রাজ্য সরকার। এই কমিটির কাজ হবে মিউকরমাইকোসিস পরিস্থিতি ও তাঁর চিকিত্সা সংক্রান্ত বিষয় দেখভাল করা। জানা গেছে এসএসকেএম কিংবা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের মধ্যে যেকোনও একটিতে ব্ল্যাক ফাঙ্গাস চিকিত্সার উত্কর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যদপ্তরের তরফে জারি করা হয়েছে নতুন গাইডলাইন। সেখানে বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে মাস্কের সঠিক ব্যবহার জরুরি। যে সমস্ত এলাকা কিংবা নির্মাণস্থলে বেশি ধুলোবালি রয়েছে, সেসব জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মাস্ক ছাড়া সেখানে যাওয়ার প্রশ্নই নেই। আবার বাগানে বা মাটি নিয়ে কাজ করলে, পা ঢাকা জুতো, লম্বা ঝুলের ট্রাউজার বা প্যান্ট, ফুলহাতা শার্ট এবং গ্লাভস পরা জরুরি। সাধারণ স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।