কলকাতা

রিস্ক বন্ডে এসএসকেএম থেকে ছুটি, জেল হয়ে বাড়ি ফিরলেন শোভন চট্টোপাধ্যায়

অবশেষে রিস্ক বন্ডে এসএসকেএম থেকে ছুটি পেলেন শোভন চট্টোপাধ্যায় ৷ হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে গেলেন তিনি ৷ সেখান থেকে গোলপার্কের ফ্ল্যাটে ৷ এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ শোভনকে জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ করেছিলেন শোভন-বৈশাখী ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ নারদা মামলায় ধৃত তৃণমূলের চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । বাড়ি ফিরেছেন ফিরহাদ হাকিম । বাকি তিনজন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম-এ চিকিৎসাধীন ছিলেন । তিন নেতার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড তাঁদের এখনই হাসপাতাল থেকে ছুটি দিতে রাজি ছিল না । তাই ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করে ছুটি নিতে হল শোভন চট্টোপাধ্যায়কে । এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ শোভন চট্টোপাধ্যায়কে জোর করে আটকে রেখেছে বলে সংবাদমাধ্যমকে অভিযোগ করেছিলেন শোভন-বৈশাখী ৷ যদিও সেই অভিযোগ মানতে চায়নি এসএসকেএম কর্তৃপক্ষ ৷ শনিবার রাত পৌনে 9টা নাগাদ রিস্ক বন্ডে হাসপাতাল থেকে ছুটি পান শোভন চট্টোপাধ্যায় । সেখান থেকে তিনি প্রেসিডেন্সি জেলের উদ্দেশে রওনা হন । সেখানে কিছু কাগজপত্রে স্বাক্ষর করেন তিনি । সিবিআইয়ের কাছে শোভনের বাড়ির ঠিকানা বেহালা দেওয়া আছে ৷ কিন্তু সেখানে এখন তিনি থাকেন না ৷ বর্তমানে তিনি বান্ধবী বৈশাখীর সঙ্গে গোলপার্কে থাকেন ৷ জেল কর্তৃপক্ষকে সেই ঠিকানা দিয়ে বাড়িমুখো হন শোভন ৷