দেশ

দিল্লিতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ

দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ। আজ সকালেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। পরিসংখ্যান বলছে সেখানে গত এক মাস আগেও করোনা সংক্রমণের হার ছিল ২৫ শতাংশ। কিন্তু গত শনিবারের পরিসংখ্যান বলছে সংক্রমণের হার ৩.৫৮ শতাংশ। সেখানে দৈনিক সংক্রমণ ৪ হাজারের কম। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, করোনা সংক্রমণের হার ক্রমেই কমছে। এই হার যাতে কোনভাবেই না বাড়ে, সেই জন্য আরও এক সপ্তাহ লকডাউন ঘোষণা করলেন তিনি। যদি আক্রান্তের গ্রাফ এই ভাবেই নিচের দিকে নামতে থাকে তাহলে আগামী ৩১ মে থেকে দিল্লিতে আনলক পর্ব শুরু হবে। সেই সঙ্গে তিনি জানান, সকল দিল্লি নাগরিকদের জন্য আগামী তিন মাসের মধ্যে টিকার ব্যবস্থা করে ফেলতে চান তিনি। সবার টিকাকরণের মধ্যে দিয়ে করোনার তৃতীয় প্রবাহকে আটকানো সম্ভব হবে বলে মনে করছেন কেজরিওয়াল।