কলকাতা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

দেবাশিস দাস , কলকাতা: ঘূর্ণিঝড় “যশ” এ ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ঝড় এ গ্রামীণ কৃষি ক্ষেত্রের উপর নজর রাখতে কৃষি দফতরের ১২ জন অফিসারকে নিয়ে একটি পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে।যারা জেলা কৃষি বিভাগের সঙ্গে সমন্নয় করে পরিস্থিতির উপর নজর রাখবেন কন্ট্রোল রুম থেকে। অর্থদফতর সেই রিপোর্ট অনুমোদন করলেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে। ফসলের ক্ষতি হলে একর পিছু ১৩ হাজার ৫০০ টাকা ও এককালীন ফসল ফলে এমন জমির ক্ষতি হলে একর পিছু ৬ হাজার ৮০০ টাকা দেওয়া হবে বলে কৃষি মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি জানান। এছাড়া পানের বরজ, বাদাম জাতীয় ফসলের ক্ষতি হলে ১৮ হাজার টাকা হেক্টর প্রতি ক্ষতিপূরণ দেওয়া হবে।