করোনা আক্রন্ত হয়ে এতদিন হোম আইসোলেশনে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল রাত থেকেই তাঁর শরীর খারাপ হতে থাকে। । অক্সিজেনের মাত্রা ৯০-এর কম থাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চিকিত্সকরা। আর তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হতে না চাওয়ায় তাঁকে বাড়িতে রেখেই চিকিত্সা করেছিলেন চিকিত্সকরা। কিন্তু গতকাল রাতে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় ৮৫-র নিচে। এরপরেই তাঁকে দ্রুত আলিপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি-র সমস্যা রয়েছে। সেই সমস্যা থাকা অবস্থায় অক্সিজেনের মাত্রা যেরকম থাকা উচিত এতদিন তেমনিই ছিল। কিন্তু এদিন হঠাত্ করেই খানিকটা অচৈতন্য মতো অবস্থা হয়ে যা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এদিকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তবে আপাতত তাঁকে আগামী ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। চিকিত্সকরা জানিয়েছেন, আপাতত মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। সেই জন্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থাকতে পারবেন তিনি। সোমবার সকাল ১১টা নাগাদ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফেরেন তিনি। অন্যদিকে সোমবার অবধি বাড়িতেই চিকিত্সা চলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাইপ্যাপ-এর সাহায্যে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি ছিল। তবে তিনি কোভিড মুক্ত হননি। বুদ্ধবাবু হাসপাতালে যেতে রাজি ছিলেন না। গৃহ চিকিত্সকদের সিদ্ধান্ত অনুযায়ী তাই তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা ছিল। তবে যেহেতু তিনি ম্যাসিভ COPD-র রোগী, তাই সতর্কতা নেওয়া ছিল। কোনওরকম সমস্যা দেখা দিলেই হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে। আর সেটাই করা হল।