নারদ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই। এই মামলা ফিরল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। মামলা প্রত্যাহার শীর্ষ আদালতে। কলকাতা হাইকোর্টের গৃহবন্দি রাখার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তদন্তকারী আধিকারিকদের ওপর চাপ তৈরির অভিযোগ।৪ নেতা-মন্ত্রীর গ্রেফতারির ঘটনাক্রম তুলে অভিযোগ সিবিআইয়ের। মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা তুলে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টে নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিনের শুনানির জন্য তৈরি হয়েছিল ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এই বেঞ্চ গঠনের বিরোধিতা করে সিবিআই। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সিবিআইয়ের দায়ের করা সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এদিন মামলার শুনানির শুরুতেই দুই বিচারপতির প্রশ্নবাণের সম্মুখীন হন সিবিআই আইনজীবী। এরপরেই মামলাটি তুলে নেওয়ার কথা জানান তুষার মেহতা। অবশেষে কলকাতা হাইকোর্টেই আপাতত নারদ মামলা চালাতে চায় সিবিআই।