আগামীকাল সকাল থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ । এমনটাই বিমানবন্দর সূত্রে খবর । ঝড় থেমে যাওয়া পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে । তবে বিমানের ওঠানামা কতক্ষণ বন্ধ থাকবে, এই নিয়ে আজ রাতে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একটি বৈঠক করবে বলে জানা গিয়েছে । অন্যদিকে বিমানবন্দরের অস্থায়ী কাঠামোগুলি সরিয়ে ফেলা হয়েছে । ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড । উঁচু বাতিস্তম্ভের আলো-সহ বিমানবন্দরের আশপাশের বেশ কয়েকটি গাছ ছেঁটে ফেলা হয়েছে । অন্যদিকে যে সমস্ত বিমানগুলি ব্যবহার হচ্ছে না, সেগুলিকে পার্কিং বে’তে নিয়ে যাওয়া হয়েছে । বিমানগুলিকে পরপর এমনভাবে রাখা হয়েছে যাতে ঝড়ে তা সরে না যায় এবং বিমানের ক্ষতি না হয় । বিমানবন্দর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । মঙ্গলবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত দমদম বিমানবন্দর থেকে সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধ থাকবে।’