কলকাতা

ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে এলেন রাজ্যপাল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আজ রাতেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই এদিন নবান্নে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের কন্ট্রোল ঘুরে দেখেন রাজ্যপাল। সেখানে দশ মিনিট ছিলেন। এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে প্রায় চল্লিশ মিনিট বৈঠক করেন জগদীপ ধনখড়। সবমিলিয়ে প্রায় ঘণ্টাখানেক নবান্নে ছিলেন রাজ্যপাল। প্রায় সন্ধে ৬ টা নাগাদ নবান্নে পৌঁছন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। এরপর রাজ্যপালকে নিয়ে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। সেখানে মুখ্যসচিবের কাছ থেকে ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ খবরাখবর এবং রাজ্যের প্রস্তুতি জেনে নেন রাজ্যপাল। এরপরই নবান্নের ১৪ তলায় নিজের ঘরে রাজ্যপালকে নিয়ে যান মমতা। দীর্ঘক্ষণ বৈঠক হয় দু’‌জনের। তারপর নবান্ন থেকে বেরিয়ে যান রাজ্যপাল। তবে দু’‌জনের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে দু’‌পক্ষই নীরব। নবান্নে যাওয়ার আগে এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসেও গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে গিয়েও ঘূর্ণিঝড় যশ এর মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ধনখড় জানান, ইতিমধ্যেই তিনি ইয়াস নিয়ে নৌ সেনা, ইস্টার্ন কম্যান্ড, সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন।