কলকাতা

হাসপাতাল থেকে মুক্তি, এবার বাড়ি ফিরছেন সুব্রত মুখোপাধ্যায়

অবশেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ছুটি পেলেন হাসপাতাল থেকে। গত ১৭ নারদ মামলায় সিবিআই থাকে গ্রেফতার করেছিল। কিন্তু পরদিন থেকেই তিনি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিত্‍সাধীন ছিলেন। নিয়ম মেনে এখন প্রেসিডেন্সি জেলে যেতে হবে তাঁকে। সেখান থেকে কাগজপত্রে সইসাবুদ করে ছাড়পত্র পাওয়ার পরই বাড়ি ফিরে যেতে পারবেন সুব্রত মুখোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশানুযায়ী ‘গৃহবন্দি’ অর্থাত্‍ হাউস অ্যারেস্ট থাকবেন তিনি। এসএসকেএম থেকে বাড়ি ফিরছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁকে কলকাতা পুলিশের গাড়িতে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই আইনানুগ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই গড়িয়াহাটের বাড়িতে পঞ্চায়েত মন্ত্রী কে দিয়ে আসা হবে। আদালতের নির্দেশে সেখানেই গৃহবন্দি থাকবেন রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালেই সুব্রতর ডিসচার্জ ফর্মে সই করে দেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। সন্ধ্যাবেলা আরও একবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিত্‍সকেরা। তারপরই ছুটি দিতে সম্মত হন।