ওড়িশার বালাসোর অতিক্রম করেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। ক্রমশ তা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। এই ঘূর্ণিঝড় বাংলায় আছড়ে পড়ার পরই দুপুর ১২টা নাগাদ কলকাতায় টর্নেডো হতে পারে বলে আশঙ্কা। এই সময়ে কলকাতা ও সংলগ্ন জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হালিশহর ও ব্যান্ডেলে আচমকাই টর্নেডো হয়। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তছনছ হয়েছে এই দুই এলাকা। লন্ডভন্ড হয়ে যায় গাছপালা, দোকানপাট। ভেঙে পড়েছে বাড়ি। এই টর্নেডোর জেরে দু’জনের প্রাণহানিও হয়েছে।