জেলা

দুর্যোগের মধ্যেও ডায়মন্ড হারবারের ত্রাণ শিবির গুলি ঘুরে দেখলেন অভিষেক

 বুধবার বিকেলে ঝড়-জল সামান্য কম হতেই নিজের লোকসভা কেন্দ্রে ছুটে গেলেন তিনি। খোঁজ খবর নিলেন এলাকাবাসীর।দুর্যোগের দিন দলনেত্রীর মতোই রাস্তায় নামলেন অভিষেক। ছুটলেন ডায়মন্ড হারবারের ত্রাণ শিবিরে। সেখানে গিয়ে সকলের সঙ্গে কথা বললেন তিনি। খোঁজ নিলেন সুবিধা-অসুবিধার। কথা বলার সময় সাংসদের হাত ধরে কেঁদে ফেলেন এক মহিলা। তাঁকে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের যুব সভাপতি। বললেন, “চিন্তা করবেন না সরকার আপনাদের পাশে আছে। সব ব্যবস্থা করবে সরকার।”এবার এমন কঠিন পরিস্থিতিতে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ালেন তিনি। যা প্রমাণ করে দিচ্ছে শুধু একজন দূরদর্শি রাজনীতিবিদ নন, অভিষেক ক্রমশ দক্ষ প্রশাসক ও জননেতাও হয়ে উঠছেন।