জেলা

নিউ বারাকপুরের গেঞ্জির কারখানায় অগ্নিকান্ড

বৃহস্পতিবার ভোররাতে আচমকাই নিউ বারাকপুরের একটি গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকান থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। চমকে ওঠেন তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ রূপ নেয়। গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকান আগুনের গ্রাসে চলে যায়। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে যায় আরও ৪ টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন নেভাতে নামানো হয়েছে রোবট ফায়ার ফাইটার। কারণ, অগ্নিকাণ্ডে গোটা বিল্ডিং তপ্ত হয়ে ওঠায় দমকলকর্মীদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছিল না। যারা আটকে পড়েছেন তাদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয়েছে রোবট ফায়ার ফাইটার। আশঙ্কা করা হচ্ছে ওই কারখানায় আটকে পড়েছেন কমপক্ষে ৪ জন।