পিএনবি কেলেঙ্কারি অন্যতম অভিযুক্ত মেহুল চোক্সি ধরা পরল কিউবাতে। গত ২৩ মে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অভিযোগ মেহুল অ্যান্টিকগুয়া থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পুলিশকে বিভ্রান্ত করে তিনি নদীপথে ডোমিনিকা হয়ে কিউবা পালানোর চেষ্টা করেছিলেন। সেই মুহূর্তেই অ্যান্টিগুয়া পুলিশ তাকে গ্রেফতার করে অ্যান্টিগুয়ার হাতে তুলে দেয়। বর্তমানে অ্যান্টিগুয়াতে রাহুলের বিরুদ্ধে ভারতে প্রত্যাবর্তন মামলা চলছে। পিএনবি মামলায় অভিযুক্ত মেহুল চোস্কি ২০১৮ সালে ভারত ছেড়ে অ্যান্টিগাতে আশ্রয় নেয় এমনকি তিনি সেখানকার নাগরিকত্ব নিয়ে নেন কারণ আন্টিগার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণের কোনো চুক্তি নেই। তবে তাকে দেশে ফেরাতে সিবিআইয়ের অনুরোধে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে পলাতক প্রত্যাবর্তনের ধারা কাজে লাগিয়ে মেহুল চোক্সিকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত।