কলকাতা

অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের

শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। শুক্রবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। বাইপ্যাপ চলছে। সামান্য আচ্ছন্নভাব ও শ্বাসকষ্ট থাকলেও তিনি কথা বলছেন। রয়েছে শুকনো কাশিও। করোনায় আক্রান্ত হওয়ায় শরীর রয়েছে দুর্বল। গত ১৮ মে করোনা পজিটিভ হন বুদ্ধদেব ভট্টাচার্য। হোম আইসোলেশনেই তাঁর চিকিত্‍সা চলছিল। গত মঙ্গলবার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। ৫ চিকিত্‍সকের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিত্‍সার দায়িত্বে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তরল খাবার খেয়েছেন বুদ্ধদেব। ঘুম হয়েছে। রক্তচাপও স্বাভাবিক। প্রস্রাবও স্বাভাবিক হচ্ছে। রেমডেসিভির ছাড়াও আরও তিনটি ওষুধ বুদ্ধদেবকে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা পরবর্তী কিছু সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে। দলীয় কর্মীরা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছেন।