জেলা

গাড়ি থেকে উদ্ধার চিতাবাঘের দেহ

গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘ। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় ওই মৃতদেহ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল একটি বিলাসবহুল গাড়ির আরোহীদের বিরুদ্ধে। পরে পুলিশি তৎপরতায় আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের টোল প্লাজায় আটক করা হয় ওই ঘাতক গাড়িটিকে। গাড়ি থেকে উদ্ধার হয় মৃত চিতাবাঘের দেহ। তবে বিপদ আঁচ করে ধরা পড়ার আগেই পালিয়ে যায় ওই ছোট গাড়ির আরোহীরা। গাড়িটির কোনও নম্বর প্লেট না থাকায় মালিকের কোনো সন্ধান পায়নি পুলিশ বলে জানা গিয়েছে। রহস্যের কিনারা করতে যৌথ ভাবে তদন্ত শুরু করেছে বনদপ্তর ও পুলিশ। জানা গিয়েছে, ওই গাড়িটি বুধবার রাত দেড়টা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে আচমকাই পিষে দেয় চিতাবাঘটিকে। তারপরেই প্রমাণ লোপাট করতে গাড়ির ডিকিতে চিতাবাঘের মৃতদেহটি তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয় নি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে। মাদারিহাট থানার ওসি টি লামা জানান, ‘‌আমরা গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালাই। টোল প্লাজায় গাড়ি আটক করি। দুষ্কৃতীরা পালিয়ে যায়। মৃতদেহ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।’‌ জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেড়িয়ে রাস্তা পারাপার করতে গেলে দুর্ঘটনার কবলে পড়ে চিতাবাঘটি। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম বলেন, ‘‌আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। গাড়ির মালিকের খোজ শুরু হয়েছে।