দেশ

সোমবার থেকে দিল্লিতে শুরু আনলক পর্ব, জানালেন কেজরিওয়াল

টানা পাঁচ সপ্তাহ লকডাউন ছিল দিল্লিতে। দৈনিক সংক্রমণ এখন ২ হাজারের কম। তাই সোমবার থেকে দিল্লিতে শুরু আনলক পর্ব, জানালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আর এজন্য তিনি ধন্যবাদ দিলেন দিল্লির ২ কোটি বাসিন্দাকে। এদিন কেজরিওয়াল জানালেন, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণের হার নেমেছে ১.‌৫ শতাংশে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,১০০ জনেরো কম। মারা গিয়েছেন ১১৭ জন। ১৫ এপ্রিলের পর প্রথম। এখন আনলক পর্বের সময় এসেছে। নয়তো মানুষ করোনার বদলে খিদেতে মারা যাবেন। ১৯ এপ্রিল থেকে দিল্লিতে জারি ছিল লকডাউন। একবারে লকডাউন পুরোপুরি তুলে দেওয়ার পক্ষপাতী নন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বললেন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। গত কয়েক দিনে লকডাউনের জেরে আমরা যে সুবিধা পেয়েছি, তা যাতে হারাতে না হয়, তাই ধীরে ধীরে আনলক করা হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আনলক পর্যায়ে দিনমজুর, পরিযায়ী শ্রমিকদের স্বার্থ আগে দেখা হবে। তবে তিনি এও বলেছেন, ফের সংক্রমণ বাড়তে থাকলে আনলক প্রক্রিয়ার গতি কমিয়ে দেওয়া হবে।