দেশ

রেল থেকে মুছে ফেলা হল কয়েক হাজার শূন্যপদ

ভারতীয় রেলওয়েতে বেশ কিছু শূন্যপদ যা ‘অতিরিক্ত’ হিসেবে বিবেচিত হয়েছে তেমন ১৩ হাজার ৪৫০টি পদকে মুছে ফেলার কাজ শুরু হয়েছে। দেশের সব ক’টি রেলওয়ে জোনে অতিরিক্ত পদ যা রয়েছে তা বিলুপ্ত করার কাজ চলছে। রেল বোর্ডের এগজিকিউটিভ ডিরেক্টর উমেশ বালোন্দা এই মর্মে প্রতিটি জোনকে চিঠি দিয়েছেন বলেই রেল সূত্রে খবর প্রযুক্তির উন্নতি হওয়ায় বেশ কিছু পদ ও কাজ অপ্রয়োজনীয় হয়ে পড়ছে ভারতীয় রেলের কাছে। তাই আগের তুলনায় অনেক কম কর্মীর প্রয়োজন হচ্ছে দফতরে। এদিকে কর্মী সংগঠনগুলির মতে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেসরকারিকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলেই অভিযোগ করছেন তাঁরা।