জেলা

ঘূর্ণিঝড় বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে আজ আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীল। যে অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই অঞ্চলের ওপর দিয়েই আকাশপথে পরিদর্শন‌ করেন মুখ্যমন্ত্রী। গতকাল দিঘার বেশ কয়েকটি এলাকা পরিদর্শন‌ করেন তিনি। আজও সেখানের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ একাধিক এলাকা পরিদর্শন‌ করেন তিনি। যদিও পূর্ব মেদিনীপুরে আর কোনও প্রশাসনিক বৈঠকের পরিকল্পনা নেই। সেই সমস্ত এলাকা ঘুরে নবান্নে ফিরছেন তিনি। গতকাল দক্ষিণ ২৪ পরগনার সাগর এবং উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে প্রশাসনিক বৈঠক করেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকাও ঘুরে দেখেন তিনি‌। এর আগে প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করে ক্ষয়ক্ষতির রিপোর্টও তুলে দিয়েছেন। দীঘার সমুদ্র সৈকতের ক্ষয়ক্ষতির জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজও দাবি করেছেন তিনি। পাশাপাশি ক্ষতিপূরণও ঘোষণা করেছে রাজ্য। ত্রাণ সহ ক্ষতিপূরণ দানে যাতে কোনও অভিযোগ না আসে সেই কথাও মনে করিয়ে দেন তিনি।