দেশ

শরণার্থীদের নাগরিকত্ব দিতে নোটিশ কেন্দ্রীয় সরকারের, ৫ রাজ্য থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আহ্বান

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে সিএএ নিয়ে সরগরম থাকলেও, এই রাজ্যে তার প্রয়োগ নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নোটিশ জারি করে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগত বর্তমানে পাঁচ রাজ্যে বসবাসকারী অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে।শুক্রবার জারি করা কেন্দ্রের নোটিশে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা বর্তমানে গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পঞ্জাব- এই পাঁচ রাজ্যের ১৩ টি জেলায় বসবাসকারীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ পাবেন। নির্দেশ জারির সঙ্গে সঙ্গে তা কার্যকর করতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে দেশের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ধারা বলে এই নোটিশ দেওয়া হয়েছে। সিটিজেনশিপ রুল ২০০৯-এর অধীনে আবেদনকারীরা অনলাইনেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ১৩ টি রাজ্যের মধ্যে রয়েছে গুজরাতের মরবি, রাজকোট, পাটান, ভদোদরা, ছত্তিশগড়ের দুর্গ, বালোদাবাজার, রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বারমেঢ়, শিরোহী, হরিয়ানার ফরিদাবাদ এবং পঞ্জাবের জলন্ধর জেলা।