জেলা

নেপালে পাচারের আগে উদ্ধার প্যাঙ্গোলিন, গ্রেপ্তার ৩

নেপালে পাচারের আগে উদ্ধার প্যাঙ্গোলিন। গ্রেফতার ৩ পাচারকারী। ফের বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল বৈকন্ঠপুর বনদপ্তরের শালুগাড়া রেঞ্জ। বৃহস্পতিবার বিকেলে ক্রেতা সেজে টোপ দেন রেঞ্জার সঞ্জয় দত্ত। ১০ লক্ষ টাকার টোপ দেন তিনি। আর তারপরে তিস্তা ব্যারেজ গজলডোবার কাছে একটি কালো ব্যাগে করে একটি জীবন্ত প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিনের কিছু আঁশ নিয়ে আসে পাচারকারীরা। সেই সময়েই ধরা পড়ে ওই ৩ পাচারকারী। বন দপ্তর সূত্রে খবর, এই পাচারকারীদের চক্র যে ফের সক্রিয় হয়েছে তার খবর গোপন সূত্রে পেয়েছিল বন দপ্তর। এর আগেই ভারতের সীমানা পেরিয়ে নেপালে প্যাঙ্গোলিন পাচারের খবর পেয়েছিলেন বনদপ্তরের কর্মীরা। এরপরই পাল্টা ছক কষে পাচারকারীদের ধরতে মোটা টাকার টোপ দেন রেঞ্জার সঞ্জয় দত্ত। আর সেই লোভ সামলাতে পারেনি পাচারকারীরা। অবশেষে তারা সেই ফাঁদে পা দেয়।