করোনায় পরিস্থিতি কিছুটা হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপের মাধেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। এই পরিস্থিতিতে এদিন বক্তব্য রাখতে চলেছেন মোদি। দেশে দুটি পর পর সাইক্লোনের পর ও করোনা পরিস্থিতিতে তিনি ‘মন কি বাত’ অনুষ্ঠানে কী বলেন , তা নিয়ে রীতিমতো কৌতূহল রয়েছে। রবিবার মন কি বাত অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মন কি বাত অনুষ্ঠানে মোদি দেশবাসীর উদ্দেশ্যে এই কথাই বলেন৷ মন কি বাত অনুষ্ঠানে দেশের ডাক্তার, নার্স এবং প্রথমসারির যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি৷ ৭৭ তম মন কী বাতে তিনি লকোমোটিভ পাইলট ও ওক্সিজেন কন্টেনার চালকদের সঙ্গেও কথা বলেন৷ এরা সকলের হাসপাতালে অক্সিজেন সরবরাহে সাহায্য করে৷ উল্লেখ্য এদিনই প্রধানমন্ত্রিত্বের ৭ বছর সম্পন্ন হল নরেন্দ্র মোদির৷ তিনি বলেন, দেশে করোনা কালে সাধারণ মানুষের ধ্যর্য পরীক্ষা হচ্ছে৷ তবে এই সময়ও কেটে যাবে বলে তিনি আশ্বস্ত করেন৷ তিনি প্রথম সারির যোদ্ধাদের সঙ্গে কথা বলতে গিয়ে ভ্যাকসিনের বিষয়ও উল্লেখ করেন৷ এমনকী অ্যাম্বুলেন্স চালক প্রেমা ভর্মার সঙ্গে সরাসরি কথাও বলেন তিনি৷ তাঁর কাজের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী৷ সরকারের ৭ বছর নয়, তাঁর বক্তব্য জুড়ে ছিল শুধুই চিকিৎসক ও প্রথম সারির যোদ্ধাদের নিয়ে প্রশংসা৷