ঘূর্ণিঝড় যশের জেরে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ‘দুয়ারে ত্রাণ’ পৌঁছে দিতে সোমবার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদি, অর্থসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সহ সংশ্লিষ্ট সব দফতরের সচিব রা। ঝড়ের পর চারদিন পেরিয়ে গেছে, অনেক জায়গায় জল নামতে শুরু করেছে। ত্রাণের কাজও শুরু করে দিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী নিজে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি জেলা ঘুরে এসেছেন। কোথায় কোথায় ত্রাণ এবং পানীয় জল এখনও সে ভাবে পৌঁছে দেওয়া যায়নি, কিভাবে সেই সমস্যা মেটানো যায় তাও এই বৈঠকে আলোচনা হবে বলে সূত্রে খবর।