কলকাতাঃ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলিকে অসাংবিধানিক ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে ওই সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, পাঁচ পাতার এই চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন কেন এই মুহূর্তে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের দরকার। কোভিড ও যশ পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে মুখ্যসচিবের মতো দক্ষ ও কর্মঠ আমলাকে বাংলার মানুষের স্বার্থে রাজ্যে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এদিন সকালে পাঁচ পাতার চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে কর্মজীবনের মেয়াদ বাড়ানোর মাত্র চার দিনের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ আমলাকে দিল্লিতে কেন বদলির নির্দেশ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন যেমন তুলেছেন তিনি, তেমনই পরিস্কারই জানিয়ে দিয়েছেন, কেন রাজ্যের মুখ্যসচিবকে রিলিজ অর্ডার দিতে পারছেন না। নিয়ম ও আইন মেনে এবং কেন্দ্র-রাজ্য পারস্পরিক আলোচনার ভিত্তিতেই মুখ্য সচিবের মেয়াদ বাড়ানো হয়েছিল। বরং এখন যে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের মতে তা আইন অনুযায়ী হয়নি। তাই আবেদন করছি, তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। কারণ একতরফাভাবে নেওয়া এই নির্দেশ আইনসিদ্ধ নয় । একইসঙ্গে তা অসাংবিধানিক । মুখ্যমন্ত্রী জানিয়েছেন একতরফাভাবে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশে প্রশাসনের ভিত হিসাবে কাজ করা আমলাদের মনোবল ভেঙে দিতে পারে । এবং এই সিদ্ধান্ত ফেডারেল স্ট্রাকচার ও গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী ।গত ২৮ তারিখ কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির না থাকার জন্যই রাজ্যের মুখ্যাসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কিনা, তাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।