কলকাতা

ছাড়পত্র দিল না রাজ্য সরকার, দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়

দিল্লি গেলেন না মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের তরফ থেকে তাঁকে আজ দশটায় নর্থ ব্লকে গিয়ে রিপোর্টিং করতে বলা হয়েছিল । কিন্তু, দিল্লি যাওয়ার উদ্দেশে রওনা দেননি তিনি । রাজ্য সরকারের তরফে তাঁকে ছাড়া হচ্ছে না । সম্ভবত আজই রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে, কেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হল না। নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে ডাকলেও রাজ্য যদি অফিসারকে না ছাড়ে, তাহলে তিনি দিল্লি গিয়ে চাকরিতে যোগ দিতে পারেন না । কেন্দ্রীয় নির্দেশ অবমাননার কারণে তাঁর শাস্তির বিষয় নিয়ে ভিন্নমত রয়েছে প্রাক্তন আমলাদের মধ্যে । কেউ মনে করছেন, দিল্লি না যাওয়ার কারণে শাস্তির মুখে পড়তে পারেন তিনি । আবার অনেকেই বলছেন, যেহেতু রাজ্য সরকার তাঁকে ছাড়ছে না সেক্ষেত্রে কেন্দ্র কোনও পদক্ষেপ করতে পারবে না। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘প্রতিহিংসামূলক’ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলও এই সিদ্ধান্তের বিরোধিতা করে তোপ দেগেছে মোদি-শাহের নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারকে । কংগ্রেসের তরফেও বিবৃতি দিয়ে এই নির্দেশের সমালোচনা করা হয়েছে । এই নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করার চেষ্টা বলে মনে করেন এআইসিসি-র শীর্ষ নেতৃত্ব ।