কলকাতাঃ আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে দিল্লির কেন্দ্রীয় সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে রিপোর্ট করতে বলেছেন। সেই চিঠি পাওয়ার পরেই আজ আলাপন বন্দ্যোপাধ্যায় তার পদ থেকে অবসর নিলেন, আর তার সঙ্গে সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন। আলাপনের ইস্তফার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে আলাপন এবার থেকে তাঁর প্রধান উপদেষ্টা। মুখ্যমন্ত্রীর এই বয়ানে এটা স্পষ্ট যে কোনও মতেই তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে রাজি নন। আজ বিকেল থেকেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আর নয়া মুখ্যসচিব হলেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিভেদী। হরেকৃষ্ণ দ্বিবেদ্বী ছিলেন স্বরাষ্ট্রসচিব পদে। তাঁকে মুখ্যসচিব করা হয়েছে। আর তাঁর জায়াগায় এলেন বিপি গোপালিকা। তিনি ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের সচিব।