জেলা

ফের বিতর্কে বিশ্বভারতী, সঙ্গীত ভবনের নয়া নির্দেশিকা জারি

নয়া নির্দেশিকা জারি করা হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে। সেখানে বলা হয়েছে, ক্যাম্পাসের বাইরে কোনও অনুষ্ঠান, অনলাইনেও অনুষ্ঠান করতে গেলে সঙ্গীত ভবনের অধ্যাপক, অধ্যাপিকাদের অনুমতি নিতে হবে। সঙ্গীত ভবন কর্তৃপক্ষ সোমবার এই নির্দেশিকা জারি করতেই বিশ্বভারতী জুড়ে শুরু হয়েছে বিতর্ক। সোমবার সঙ্গীত ভবনের অধ্যক্ষ স্বপন ঘোষের সই করা নির্দেশিকায় বলা হয়েছে, সঙ্গীত ভবনের সব অধ্যাপক, অধ্যাপিকাদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন বিশ্বভারতীর বাইরে কোনও সংস্থা, সংগঠন বা প্রতিষ্ঠান থেকে অনুষ্ঠান করার ডাক পেলে যেন গ্রহণ না করেন। এমনকি অনলাইনে অনুষ্ঠান করার বিষয়েও জারি হয়েছে ফতোয়া। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ বাইরে কোনও অনুষ্ঠান করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন।   তাদের মতে, এই ধরনের নির্দেশিকা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। অধ্যাপক, অধ্যাপিকাদের নিয়ন্ত্রণ করার একটা কৌশল মাত্র।