দেশের মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতে আগেই সেঞ্চুরি হাকিয়েছে পেট্রোল। শুধুমাত্র ভোটের দিকে তাকিয়েই জনগণকে বোকা বানাবে বলে বিগত কয়েকমাস বাড়ানো হয়নি পেট্রোল-ডিজেলের দাম। মুম্বইতে সেঞ্চুরি পার করে গিয়েছে পেট্রোলের দাম। পেট্রোলের দাম মুম্বইতে আজ ১০০.৭২ টাকা, ডিজেলের দাম ৯২.৬৯ টাকা।কলকাতায় আজ ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। এদিন শহরে লিটার প্রতি ৯৪ টাকা ৫০ পয়সা হয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম মঙ্গলবার হয়েছে ৮৮ টাকা ২৩ পয়সা। এই নিয়ে পর পর ২ দিন বাড়ল কলকাতায় পেট্রোলের দাম। দিল্লিতে পেট্রোলের দাম আজ ৯৪.৪৯ টাকা হয়েছে। ডিজেলের দাম রাজধানীতে ৮৫.৩৮ টাকা। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল অসম বাংলা সহ একাধিক রাজ্যের জন্য। তার ঠিক একদিন পর থেকেই পেট্রোলের দাম বাড়তে দেখা যায়। ভোট মিটতেই সেই দামে উর্ধ্বগতি ট্রেন্ড দেখা যাচ্ছে। আর এর জেরেই কপালে ভাঁজ পড়ছে আমজনতার। এভাবে দৈনন্দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় চিন্তিত মধ্যবিত্ত জনতা। স্থানীয় কর ও পরিবহণ খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। অপরদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়েনি কিন্তু দেশে কেন এই মহার্ঘ হচ্ছে পেট্রোল-ডিজেলের দাম? তার উত্তর নেই কারোর কাছে।