আজ মেঘলা দিন কাটাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাদ পড়বে না শহর কলকাতাও। সেখানে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাত হতে পারে। এই আবহাওয়া বজায় থাকবে আগামী কাল ২ তারিখও। তবে তিন তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে এই বর্ষণ মুখর পরিস্থিতিতে প্রাক বর্ষার বৃষ্টি বলতে নারাজ আলিপুরের হাওয়া অফিস। এই প্রসঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ওই দিকে যাচ্ছে। এর জেরেই মেঘের সৃষ্টি হচ্ছে।