রাজ্য সরকারের ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের কাজ একমাত্র সরকারি আধিকারিকরা করবেন। কোনও পঞ্চায়েত অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে এই প্রকল্পের কাজ হবে না। সরকারি অফিস বা স্কুলে এই দুয়ারে ত্রাণ প্রকল্পের কাজ করতে হবে। গতকাল রাজ্যের মুখ্যসচিবের পদে দায়িত্ব নেওয়ার পরই মঙ্গলবার একটি বৈঠকের পর স্পষ্টভাবে এই বিষয়টি জানিয়ে দেন হরিকৃষ্ণ দ্বিবেদী। বস্তুত, আমফানের ত্রাণ বিলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগের কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।