কলকাতা

‘দিদি আমাদের বাঁচান’, ভাড়া না বাড়ালে আর চলবে না বাস

এবার কলকাতা সহ রাজ্যের সব জেলাগুলির বাসভাড়া না বৃদ্ধি করলে বাস না চালানোর কথা জানাল বাসমালিক সংগঠনগুলি। কলকাতা-সহ রাজ্যের প্রায় সবক’টি জেলায় ভাড়া না-বাড়লে আর বাস না-চালানোর বিষয়ে মোটামুটি একমত বাসমালিকদের বিভিন্ন সংগঠন। বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়ার পুনর্বিন্যাস না হলে আর বাস চালানো সম্ভব নয় বলে নিজেদের আর্থিক অবস্থার পর্যালোচনা করে জেলায় জেলায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকরা। জেলাশাসকদের চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে। বাসমালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলছেন, ‘আমরা একবছর ধরে রাজ্য সরকারের সঙ্গে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু কোনও কাজ হয়নি। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন এতটাই খারাপ যে, আর পুরোনো ভাড়ায় বাস চালাতে পারব না। বিভিন্ন জেলায় আমাদের যে সংগঠন রয়েছে, তারাো একই কথা বলছে।’ অন্যদিকে আজ ‘দিদি আমাদের বাঁচান’, এই আবেদন নিয়ে দমদমের নাগেরবাজার বাস টার্মিনাসে জমায়েত হলেন বেসরকারি বাস ও মিনিবাসের মালিকরা। বুধবার ‘দিদি আমাদের বাঁচান’, এই পোস্টার নিয়ে জড়ো হন ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশানের সদস্যরা। ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধেই তাঁদের এই প্রতিবাদ বলে জানান বাস-মিনিবাসের মালিকরা।