কেন্দ্রের ভ্যাকসিন নীতি সম্পর্কে স্পষ্ট করে জানতে চাইল সুপ্রিম কোর্ট। আজ এই বিষয়ে আদালত মন্তব্য করে, ৪৫ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র। কিন্তু, ১৮ থেকে ৪৪ বছরের বয়সীদের ক্ষেত্রে রাজ্যগুলিকে ভ্যাকসিন কিনতে বলা হচ্ছে। এমনকি বেসরকারি হাসপাতাল গুলিকেও টিকা কিনতে বলছে কেন্দ্র। ভ্যাকসিন নীতি নিয়ে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এইভাবেই কেন্দ্রকে কটাক্ষ করে ভ্যাকসিন নীতি নিয়ে সমালোচনা করল সুপ্রিম কোর্ট।