বিদেশ

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ইরানের বৃহত্তম যুদ্ধজাহাজ আইরিস খর্গ

ভয়াবহ অগ্নিকান্ডে পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার পর ওমান উপসাগরে ডুবে গেল ইরানের বৃহত্তম যুদ্ধজাহাজ আইরিস খর্গ। নৌসেনা থেকে শুরু করে ইরান প্রশাসনের হাজার প্রচেষ্টাতেও নেভানো গেল না যুদ্ধজাহাজের আগুন। শেষপর্যন্ত সমুদ্রেই সলিল সমাধি ঘটল আইরিস খর্গ-এর। তবে যুদ্ধজাহাজটি ডুবলেও তাঁর সমস্ত ক্রু এবং সদস্যদের নিরাপদে বাঁচানো গিয়েছে বলেই খবর। সূত্রের খবর, বুধবার ভোর রাত ২ টো ২৫ মিনিট নাগাদ জাহাজটিতে আগুন লাগার ঘটনাটি ঘটে। রাজধানী তেহরান থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত জাস্ক বন্দরের কাছাকাছি থাকাকালীন যুদ্ধজাহাজটিতে আগুন লাগে। জানা গিয়েছে, এই সময় যুদ্ধজাহাজটি একটি ট্রেনিং মিশনে ছিল। যদিও সরকারি বিবৃতিতে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।