জেলা

‘চুরি ধরা পড়বেই’, তাজপুর গিয়ে রাজীব-শুভেন্দুকে নাম না করেই খোঁচা অভিষেকের

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কীভাবে এক-দু’বছরের মাথায় বাঁধ ভেঙে গিয়েছে? পর্যালোচনা বৈঠকে সেচ দফতরের দিকে এই প্রশ্ন ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথেই হাঁটলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে উল্লেখ্য, বিজেপিতে যোগদানের আগে সেচ দফতরের মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিকে, এদিন ঘূ র্ণিঝড় যশ বিধস্ত তাজপুর পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বাঁধগুলো ভেঙে গিয়েছে। ঘূর্ণিঝড়ের ধাক্কায় রাস্তাও প্রায় নেই বললেই চলে। সেই ক্ষতিগ্রস্ত এলাকাতে দাঁড়িয়েই নাম না করে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়দের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই তিনি বললেন, ‘মানুষের মুখের গ্রাস কেড়ে যাঁরা নিজের সম্পত্তি বৃদ্ধি করেছে, তাঁদের এক জনকেও রেয়াত করা হবে না। তদন্ত হবে। আমার তো মনে হয়, কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। একটা পরিবারকে বাঁচাতে গোটা জেলার সর্বনাশ করা হল। আমি কথা দিচ্ছি, কেউ রেহাই পাবে না। চুরি ধরা পড়বেই।’ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দক্ষিণ ২৪ পরগনায় গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক। এর পর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরেও যান তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের মত্‍স্যমন্ত্রী অখিল গিরি। ঝড়ের দাপটে সর্বহারা পরিবারগুলোকে অভিষেকের প্রশ্ন, ‘আপনারা ঠিক মতো খাওয়াদাওয়া করছেন? খাবার পাওয়া যাচ্ছে?’ স্থানীয়রা দাবি তোলেন, খাবার নয়, আগে বাঁধ ঠিক করতে হবে। অভিষেক বলেন, ‘হবে। সরকার দ্রুত ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী বলেছেন। যাঁরা কাজ করেছিল, তাঁদের দুর্নীতি ধরা হবে। পাশাপাশি নতুন করে কাজ শুরু হবে।’ এর পর স্থানীয়দের দুয়ারে ত্রাণ কর্মসূচির কথাও মনে করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক স্থানীয় আধিকারিককে ডেকে অভিষেক প্রশ্ন করেন, ‘এই বাঁধের দায়িত্বে কোন দফতর? রাস্তাই বা কাদের আওতায়?’ প্রশাসনিক অধিকারিক উত্তর দেন, ‘বাঁধ সেচ দফতরের। আর রাস্তা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।’ এপ্রসঙ্গে উল্লেখ্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী।