দেশ

অবসরপ্রাপ্ত আমলাকে সরকারি পদে আনলে ভিজিল্যান্স ছাড়পত্র চাই, নির্দেশিকা কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের

নয়াদিল্লিঃ রাজ্যকে একের পর এক ধাক্কা কেন্দ্রের। অবসরপ্রাপ্ত সরকারি আমলাকে কোনও সরকারি কাজে নতুন করে নিয়োগ করতে হলে এখন থেকে ভিজিল্যান্স ছাড়পত্র লাগবে। ওই সরকারি আমলা যে সংস্থার হয়ে, বা যে যে সংস্থার হয়ে, চাকরি করেছেন, তাদের ভিজিল্যান্স ছাড়পত্র মেলার পরেই তাঁকে পুনর্নিয়োগ করা যাবে। এমনই একটি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন। কমিশন জানিয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, শুধু তা-ই নয়, কমিশন জানিয়েছে, কোনও সরকারি বা বেসরকারি পদে যদি অবসরপ্রাপ্ত সরকারি আমলাকে নিয়োগ করার কথা ভাবা হয়, তবে সেই সুযোগ বিশেষ একজনকে বেছে নিয়ে দেওয়া যাবে না। সরকারি ক্ষেত্রে তার বিজ্ঞাপন দিতে হবে। কমিশন জানিয়েছে, সরকারি কাজের স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। কেন না এর আগে বহু বারই এই ধরনের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। গত সোমবারই রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে পুনর্নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ঘটনাচক্রে তার ৩ দিন পর জারি হল কেন্দ্রীয় সংস্থার তরফে এই নতুন নির্দেশিকা। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন জানিয়েছে, কোনও অবসরপ্রাপ্ত সরকারি অফিসারকেই ভিজিল্যান্সের ছাড়পত্র ছাড়া পুনর্নিয়োগ করা যাবে না।