নারদ মামলায় নিম্ন আদালতে হাজিরা দিলেন চার হেভিওয়েট নেতা। শুক্রবার সকালে ব্যাংকশাল কোর্টের বিচারভবনে হাজিরা দেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনেই তাঁদের এই হাজিরা। এদিন সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় আদালতে যান। ১০টা ৫০ নাগাদ আদালত থেকে চলে যান। আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত জানান, ১৭ মে অর্থাৎ যেদিন নারদ মামলায় চার হেভিওয়েটকে সিবিআই গ্রেফতার করে। সেদিন নিম্ন আদালতে থেকেই তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। জামিনের শর্তই ছিল তাঁদেরকে আদালতের সামনে হাজিরা দিতে হবে। সেজন্য তাঁরা এসেছিলেন।