সিবিআই অফিসে আসতে হবে ফর্মাল পোশাকে। জামা থেকে জুতো। সবই হতে হবে ফর্মাল। জিন্স-টি শার্ট পরা চলবে না। রাখা যাবে না দাড়িও। মেয়েদের পরতে হবে শাড়ি। সিবিআই কর্মীদের জন্য এমনই পোশাক-ফতোয়া জারি করলেন সংস্থার নবনিযুক্ত ডিরেক্টর সুবোধ কুমার জয়সোয়াল। নয়া ফতোয়াতে বলা হয়েছে, ঢিলেঢালা পোশাক গায়ে চড়িয়ে আর অফিসে ঢোকা যাবে না। পুরুষ কর্মীরা ট্রাউজার্স, কলার দেওয়া শার্ট এবং ফর্মাল জুতো পরবেন। ছেঁটে ফেলতে হবে দাড়ি। এজেন্সির মহিলা কর্মীরা হয় ফর্মাল শার্ট-ট্রাউজার্স নয়তো শাড়ি পরে আসতে পারেন। নোটিসে বলা হয়েছে, ‘এবার থেকে ক্যাজুয়াল জিন্স, টি-শার্ট, স্পোর্টস শু কিংবা চপ্পল পরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।‘ উল্লেখ্য, গত ২৫ মে সিবিআই-এর ডিরেক্টরের চেয়ারে বসেন জয়সোয়াল। তারপরই তাঁর অনুমোদনক্রমে এই নির্দেশিকা জারি করলেন সংস্থার ডেপুটি ডিরেক্টর টি ম্যাথিউজ। তিনি জানান, নতুন ড্রেস কোড স্টাফ থেকে অফিসার-সমস্ত কর্মীকে মেনে চলতে হবে। দেশের সিবিআই শাখা অফিসগুলিতে ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। পোশাক-বিধি ঠিকমতো অনুসরণ করা হচ্ছে কিনা, সে বিষয়ে নজরদারি চালাবেন সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত প্রধান।